পিবিএ,পাবনা: নেদারল্যান্ডের রাষ্ট্রদুত মিস্টার হ্যারী ভেরিউজ বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দুর এগিয়েছে। এদেশের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পাশে রয়েছে নেদারল্যান্ড। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে বাংলাদেশ আরো অনেক দুরে এগিয়ে যাবে। নারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে এই রাষ্ট্রদূত বলেন, মহান স্বাধীনতার পর থেকে নেদারল্যান্ড বাংলাদেশের একদম অকৃত্রিম বন্ধু হিসেবে আছে এবং সে ধারা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে পাবনা শহরের আরমান সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এর আগে শহরের দোয়েল কমিউনিটি সেন্টার চত্বরে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত পাঁচদিনব্যাপি ‘মাইডাস এসএমই ট্রেড ফেয়ার’ ফিতা কেটে উদ্বোধন করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদুত মিস্টার হ্যারী ভেরিউজ।
এ সময় স্কয়ার গ্রুপেরপের পরিচালক ও মাইডাস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, নেদারল্যান্ডের ডেপুটি কমিশনার মিজ আঁকি ওকামা, ইস্পাহানি গ্রুপেরপের চেয়ারম্যান জাহিদা ইস্পাহানি, মাইডাস বোর্ডের পরিচালক পারভীন মাহমুদ, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে এবারই প্রথম এ মেলা জেলা শহরে আয়োজন করা হয়েছে। স্কয়ার গ্রুপেরপের সহযোগিতায় আয়োজিত মেলায় পাবনা, যশোর ও ঢাকার মোট ৩১টি স্টলে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলাতে পারিবারিক ব্যবহার্য প্রায় সকল ধরনের পন্য পাওয়া যাবে বলে জানান আয়োজকরা। এক সাথে অনেক পন্য দেখে সাধারন ক্রেতারা পছন্দ মত পন্য ক্রয় করতে পারবেন। নারী উদ্যেক্তাাদের তৈরী আকর্ষণীয় পোষাক, কসমেটিকস ব্যাগ, খেলনা, ঘর সাজোনো সামগ্রী ও মুখরোচক খাবার সামগ্রী পাওয়া যাবে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন আয়োজন রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলা শেষ হবে ৯ মার্চ।
পিবিএ/এসআর/হক