অসহায় বিধবার পা‌শে উ‌লিপুর ছাত্রলীগ

পিবিএ,উ‌লিপুর: এ‌কের পর এক গ‌রিব অসহায়‌দের পা‌শে দাঁ‌ড়ি‌য়ে প্রশংসা কুড়াচ্ছেন উ‌লিপুর উপ‌জেলা ছাত্রলীগ। এরই ধারাবা‌হিকতায় শুক্রবার দিনভর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর শহরের জোনাইডাঙ্গা গ্রামের বিধবা লাইলী বেগ‌মের ২২ শতক জমির ধান কাটা-মাড়াই করে ঘরে তুলে দেন। ছাত্রলীগ নেতক‌র্মিদের এমন কার্যক্রম দেখে প্রশংসা করেছেন এলাকাবাসী।

জানা গে‌ছে, বর্তমানে স্থানীয় শ্রমিকরা বেশি টাকা উর্পাজনের আশায় দেশের বিভিন্ন জায়গায় ধান কাটতে যাওয়ায় ও করোনাভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জোনাইডাঙ্গা গ্রামের বিধবা লাইলী বেগ‌মের ২২ শতক জ‌মির ধান কাটা-মাড়াই ক‌রে দেন।

বিধবা লাইলী বেগম ব‌লেন, “মোর একনা জ‌মির ধান, তা‌হে কামলার অভা‌বে কাট‌পের পাং নাই। ছাত্রলী‌গের ছাওয়া গু‌লে সেই ধান কা‌টি দি‌য়ে মোর উপকার কর‌ছে`। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, ছাত্রলীগ যেকোনও সংকটে দেশের মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় আজ ওই কৃষাণীর ধান কেটে দেয়া হয়েছে। এর আ‌গে পৌর শহরের রামধাস ধনিরাম আমিন মোড় এলাকার জহুরা বেওয়া না‌মের এক বিধবার ৫০ শতক জমির ধান কাটা-মাড়াই করে ঘরে তুলে দেন ছাত্র লী‌গের নেতাকর্মিরা।
পিবিএ/রোকনুজ্জামান মানু/এএম

আরও পড়ুন...