পিবিএ,পাবনা: নারী উদ্যোক্তাদের নিয়ে আগামীকাল মঙ্গলবার (০৫ মার্চ) থেকে পাবনায় শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী মাইডাস এসএমই ট্রেড ফেয়ার। স্থানীয় দোয়েল সেন্টার চত্বরে মেলার উদ্বোধন করবেন নেদারল্যান্ডের রাষ্ট্রদুত হ্যারি ভেরিউজ। এসময় মাইডাস চেয়ারম্যান অঞ্জন চৌধুরীসহ মাইডাসের পরিচালক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে সোমবার (০৪ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে এবারই প্রথম এ মেলা জেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে। স্কয়ার গ্রুপের সহযোগিতায় মেলায় পাবনার ২৫টিসহ যশোর ও ঢাকার মোট ৩১টি ষ্টলে বিভিন্ন পন্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা শেষ হবে ৯ মার্চ।
সংবাদ সম্মেলনে মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এস এম মশিউর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এজিএম আব্দুল হান্নান ও প্রেসক্লাব সম্পাদক আখিনুর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।
পিবিএ/এফএস