আগামী সপ্তাহ থেকেই অবৈধ দখল উচ্ছেদে অভিযান: আতিকুল

dncc-meyor-atikul-PBA

পিবিএ,ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হবে।

মেয়র বলেন, তুরাগ, বুড়িগঙ্গা তীরে যেভাবে অভিযান পরিচালিত হচ্ছে, ঠিক সেভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় খাল, পানিপ্রবাহের স্থান যারা দখল করে আছেন অথবা অন্য কোনোভাবে অবৈধ স্থাপনা আছে, সেগুলো দখলমুক্ত করতে আগামী সপ্তাহ থেকে আমাদের অভিযান শুরু হবে।

মঙ্গলবার (১২মার্চ) রাজধানীর উত্তর বাড্ডাসংলগ্ন সুতি খাল পরিদর্শনে এসে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। ওই অভিযানে অবৈধ দখলকারী কেউ ছাড় পাবেন না বলে হুশিয়ার করেন মেয়র।

তিনি বলেন, ওয়াসার এমডিকে আমি নিজে কল করে জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি। আজ (মঙ্গলবার) খাল পরিদর্শনে আসার সময় ওয়াসা থেকে প্রধান প্রকৌশলী আমাদের সঙ্গে এসেছেন।

আমরা সবাই মিলে চেষ্টা করছি জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও নগরবাসীকে মুক্তি দিতে। যদিও বর্ষা মৌসুম প্রায় চলে এসেছে। এই অল্প সময়ের মধ্যে কী কী করা যায় তা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে কাজ করছি।

আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে করণীয় ঠিক করতে সকাল থেকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম খাল ও জলাবদ্ধতার স্থান পরিদর্শন করেন।

এ সময় তিনি শায়েস্তা খাঁ অ্যাভিনিউ, র‌্যাব-১ এর পেছনে, আশকোনা, বনানী ও বাড্ডার সুতি খাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিএনসিসি ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...