আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সাইফ হাসান খান সৈকত ,আদমদীঘিতে (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন মনি (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মনির হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সোমবার দুপুরে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানা যায়, সোমবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে একটি পুকুরে সাবমারসিবল পাম্প দিয়ে পানি সেচ দিচ্ছিলেন মনির হোসেন। পানি সেচ শেষে তারগুলো জড়ানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ লেগে ঘটনা স্থলে তিনি গুরুতর আহত হন৷ এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের নিটক হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...