পিবিএ ডেস্ক : আর ২৭ রান করলেই একদিনের ক্রিকেটে আরও এক মাইলস্টোনে পৌঁছে যাবেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৪০০০ রান হয়ে যাবে তার। যে কৃতিত্ব ভারতীয় ক্রিকেটে এর আগে মাত্র তিন জনের রয়েছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি হবেন দ্বাদশ অধিনায়ক।
রাঁচী ওয়ানডে শুরুর আগে ২২৪ একদিনের ম্যাচে ১০৬৯৩ রান রয়েছে কোহালির। এর মধ্যে অধিনায়ক হিসেবে তিনি করেছেন ৩৯৭৩ রান। মানে, ৪০০০ রানে পৌঁছতে চাই মাত্র ২৭। সদ্য নাগপুরে যে দাপটে সেঞ্চুরি করেছেন, তাতে আরও একটা বড় রান তার থেকে আশা করাই যায়। কোহালির যা ধারাবাহিকতা, তাতে শুক্রবার রাঁচীর জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে তিনি রান পেলেই তা অবাক করার মতো হবে।
এর আগে ভারতীয় ক্রিকেটে তিনজন অধিনায়ক হিসেবে ৪০০০ রান করেছেন এই ফরম্যাটে। মহেন্দ্র সিং ধোনি (৬৬৪১ রান), মোহাম্মদ আজহারউদ্দিন (৫২৩৯ রান) ও সৌরভ গাঙ্গুলি (৫১০৪ রান) ছাড়া আর কারও এই কৃতিত্ব নেই। কোহালি হবেন চতুর্থ ভারতীয় অধিনায়ক।
আরও এক রেকর্ডের সামনে অধিনায়ক কোহালি। রাঁচীতে এদিন জিতলে তা হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতের ৫০তম জয়। এর আগে শুধু ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজই ৫০ ওভারের ক্রিকেটে এতবার হারিয়েছিল অজিদের। চলতি ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে আছে টিম ইন্ডিয়া। শুক্রবার জিতলে পকেটে পুরবে সিরিজও। সেক্ষেত্রে সিরিজের শেষ দুই ম্য়াচ পরিণত হবে নিয়ম রক্ষায়। তবে এই সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে দাপটে ২-০ ফলে জিতেছে অস্ট্রেলিয়া।
পিবিএ/জিজি