গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬/০৫/২৩ মঙ্গলবার) সকালে জেলা শিল্পকলা একাডেমী হল রুমে এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মৃদুল মোস্তাফিজ ঝন্টু’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ও সদর ০২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম কোর্ট এবং পিয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু,তথ্য ও গবেষণা সম্পাদক,মোশারফ হোসেন দুলাল,প্রচার ও প্রকাশক সম্পাদক তানজিমুল ইসলাম জামিল,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা, শিল্প ও ব্যাণিজিক বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল প্রমূখ।

বর্ধিত সভায় অতিথিগণ আগামী দ্বাদশ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে কুপনের মাধ্যমে তৃণমূল আওয়ামী লীগকে মূল‍্যায়ণ করা সহ সদর আওয়ামীলীগকে শক্তিশালী করার আহ্বান জানান।

আরও পড়ুন...