উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বয়স্কভাতার টাকা তুলতে এসে আব্দুস সামাদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ চত্বরে।
জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের নাওড়া গ্রামের ফজল শেখের পুত্র আব্দুস সামাদ (৮২) জনতা ব্যাংক উলিপুর শাখার আওতায় ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার টাকা তুলতে আসেন। এসময় বিভিন্ন এলাকা থেকে ভাতার টাকা তুলতে আসা কয়েকশ বয়স্ক ও বিধবা নারী-পুরুষের সমাগম হয়। টাকা তুলতে এসে দীর্ঘ সময় অপেক্ষার পর আব্দুস সামাদ অসুস্থ্য হয়ে পড়লে দুপুর ২ টার দিকে তিনি মারা যান।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আব্দুস সামাদ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থ্য ছিলেন। আজ(বুধবার) ভাতার টাকা তুলতে গিয়ে তিনি মারা যান।
ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জনতা ব্যাংক উলিপুর শাখার পল্লী ঋন কর্মকর্তা সাজু মিয়া কালের কণ্ঠকে বলেন, আব্দুস সামাদ অসুস্থ্য থাকায় আমি তার ভাতা বইয়ে স্বাক্ষর করে তাকে বাড়ি যেতে বলি। কিন্তু তিনি বাড়ি না গিয়ে সেখানে অবস্থান করেন। পরে তিনি মারা গেছেন বলে জানতে পারি।
পিবিএ/রোকনুজ্জামান মানু/বিএইচ