একাত্তরে স্বামী সন্তানকে হারিয়ে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষাবাঁধে আশ্রয় নিয়ে কোন রকমে দিনাতিপাত করে আসছিলেন সত্তোর্ধো মিনুবালা। এবার সে আশ্রয় টুকুও হারিয়ে অনিশ্চিত জীবনের মুখে পড়েছেন। বাঁধ থেকে ঘর উচ্ছেদ করে দেয়ায় চৌকি এখন তার মাথার গোঁজার ঠাঁই। ছবিটি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধ এলাকা থেকে তোলা। রোববার, ১৬ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/মুমিনুল ইসলাম বাবু