এবার শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজারের পর এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কমান্ডার তাসলিম আহমেদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদফতর থেকে আট নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় সাগর বেষ্টিত জেলা চট্টগ্রামেও ঝড়ের প্রভাব থাকবে। ফলে এ সময়ে বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামা সম্ভব নয়। তাই শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা শাহ আমানত বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আরও পড়ুন...

preload imagepreload image