এমন একটা সময় ছিল যখন গ্রামাঞ্চলে বাবুই পাখির কিচিরমিচির শব্দ শোনা যেত অনেক। এখন আর পাখিও দেখা যায় না আর কিচিরমিচির শব্দটিও শোনা যায় না। সকল পাখির চাইতে বাবুই পাখির বাসা ভিন্ন। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লোহানি কচুয়া থেকে তোলা। বুধবার, ১৩ মে। ছবি : পিবিএ/মেজবাহুল হমেল