পিবিএ,বগুড়া: করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের জারি করা গণজমায়েত,সকল প্রকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সভায় নিষেধাজ্ঞা অমান্য করে ওরস মাহফিল করতে বাধা দেয়ায় বগুড়ায় পুলিশের ওপর হামলা করেছে মাজার ভক্তরা। বুধবার রাত ১০ টার দিকে শহরের সুলতানগঞ্জ পাড়াস্থ গোয়ালগাড়ী ছেরাজুল হক চিশতী (গাজীর) মাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় দুই পুলিশ ককর্মকর্তা আহত হয়েছেন। পরে হামলার অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ২৫ মার্চ ওই মাজারের ওরস আয়োজনের খবর শুনে তারা কয়েকদিন ধরেই মাজার কমিটিকে অনুষ্ঠানটি বন্ধ করার অনুরোধ জানান। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য বুধবার দুপুরেও পুলিশ সদস্যরা মাজারে গিয়ে ওরস আয়োজন বন্ধ করার নির্দেশনা দেন। কিন্তু গণজমায়েতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যার পর থেকে প্রায় আড়াইশ মানুষ ওই ওরসে সমবেত হন।
রাতে মাজারে গিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান ও সহকারী উপ-পরিদর্শক জাহিদুর রহমান আবারও ওরস বন্ধের অনুরোধ করলে মাজার অনুসারীরা তাদের ওপর চড়াও হন। তারা লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন ওই দুই পুলিশ কর্মকর্তাকে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, রাত ১০টার দিকে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আহত দুই পুলিশ কর্মকর্তাকে মাজার থেকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মাজার অনুসারীদের মারপিটে তাদের দুজনই হাতে গুরুতর আঘাত পেয়েছেন।
পরে মাজারের বিভিন্ন কক্ষ থেকে আটক করা হয় অন্তত ১৫/২০ জন পুরুষ মাজার অনুসারীকে। এদের মধ্যে ওই ওয়ার্ডের সাবেক দুই কমিশনার নুরুল আমীন ও শফিকুল ইসলাম নয়নও রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পিবিএ/খালিদ হাসান/এএম