পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত এমন সন্দেহ নিয়ে কেউ যদি মারা যান তবে ওই ব্যক্তির দাফনের জন্য স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা স্বেচ্ছাসেবী সদস্যদের সমন্বয়ে দলটি গঠন করা হয়েছে। এই দলের সদস্যরাই মৃত ব্যক্তির দাফন-কাফনের ব্যবস্থা করবেন। এক্ষেত্রে তারা কোনো পারিশ্রমিক নিবে না।
জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন। এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির দাফন-কাফনে কেউ অংশ নিচ্ছে না। ফলে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন করা হচ্ছে না।
এসব কথা চিন্তা করে ইসলামিক ফাউন্ডেশন রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু যুবক ও যুবতী নারীকে বাছাইকৃত করেন ইসলামী ফাউন্ডেশন। এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা মৃত ব্যক্তির লাশ দাফন-কাফনের জন্য ১৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল গঠন করেছেন।
ওই দলে রয়েছেন সেলিম হোসাইন,সায়েম পাটোয়ারী, ফয়সাল পাটোয়ারী, হান্নান পাটোয়ারী, আরিফ, রায়হান, ওমর ফারুক, রাশেদ আলী, শাহেদ হোসেন,ইসহাক,শাহ আলম, হাফিজ আনোয়ার হোসাইন,মহিউদ্দিন ভূঁইয়া,আয়েশা আক্তার মনোয়ারা বেগম।
স্বেচ্ছাসেবী দলের সমন্বয়ক ইসলামিক ফাউন্ডেশনের রামগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুল ইসলাম বলেন, দেশে অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই অবস্থায় মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন কাজে অনেকেই যেতে চাইছেন না। মৃতের স্বজনরাও কাছে যাচ্ছেন না। বিষয়টি দেখে আমাদের খারাপ লেগেছে। তাই আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ১৩ জন যুবক ২ জন নারীকে নিয়ে স্বেচ্ছায় একটি দল গঠন করেছি।
তিনি বলেন, যদি রামগঞ্জ উপজেলায় কোথাও কেউ করোনা আক্রান্ত কিংবা করোনা সন্দেহে মারা যান, তবে তার লাশ আমরা ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফন-কাফন করব। এক্ষেত্রে আমরা কোনো পারিশ্রমিক দিতে হবে না। তবে মৃত ব্যক্তির লাশ দাফন-কাফনের সময় আমাদের সুরক্ষা সামগ্রী দিতে হবে।
তিনি আরও বলেন, বিষয়টি ইতিমধ্যে আমরা ইউএনওকে জানিয়েছি। তিনি আমাদেরকে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে মৃত ব্যক্তির লাশ দাফন-কাফনের জন্য ১৫ জনের একটি দল প্রস্তুত করেছেন। ইতিমধ্যে করোনা সন্দেহ ৪/৫ জন মৃত ব্যক্তিদের দাফনের কাজ সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়া হিন্দু ব্যক্তিদের সৎকারের জন্য আলাদাও একটি দল গঠন করার জন্য বলা হয়েছে।
লক্ষ্মীপুর জেলার ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আশেকুর রহমান পিবিএকে বলেন, করোনা সন্দেহ অথবা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে রামগঞ্জ উপজেলার ইসলামী ফাউন্ডেশন পক্ষ থেকে একদল তরুণ তরুণীদেরকে নিয়ে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। তারা রাতে দিনে ২৪ ঘন্টা করোনা সন্দেহ অথবা আক্রান্ত হয়ে কোন নারী, পুরুষ মারা গেলে মৃত ব্যক্তির জানাযা নামায থেকে শুরু করে দাফন পর্যন্ত সব কাজ সম্পন্ন করবে এ স্বেচ্ছাসেবী সংগঠন।
পিবিএ/আলমগীর হোসেন/এএম