সরকারের সিদ্ধান্ত অনুযায়ী

করোনা ইস্যুতে ঝালকাঠি কারাগার থেকে ৬ কয়েদির মুক্তি

পিবিএ,ঝালকাঠি: করোনা পরিস্থিতিতে দেশের সকল কারাগার থেকে ক্যাটাগরী অনুযায়ী কিছু কয়েদী মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ধারাবাহীকতায় ঝালকাঠি কারাগার থেকে মুক্তি মিললো ৬ সাজাপ্রাপ্ত কয়েদীর। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক আদেশে শনিবার এদেরকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে ঝালকাঠি কারা কতৃপক্ষ।

মুক্তিপ্রাপ্তরা হলো মাদক মামলায় ৩ জন মোঃ নয়ন (২৭), রনজিৎ কংশবনিক (৩৭), তারেক হাওলাদার (২৮) মানহানী মামলায়- কুকন সিংহ (৩২) ও বাল্যবিবাহ আইনের একটি মামলায় সোহাগ মুন্সি (২৫) সান্টু খান (৪৫) ঝালকাঠির জেল সুপার শফিকুল আলম বলেন, শুক্রবার আমরা এই মুক্তি আদেশটি হাতে পেয়েছি। ঝালকাঠি কারাগারে থাকা ৯ কয়েদীর তালিকা কারা সদর দপ্তরে প্রেরন করা হলে সেই তালিকা থেকে ৬ সাজাপ্রাপ্ত কয়েদীর মুক্তির আদেশ আসে।

শনিবার সকালের মধ্যে ২ জন বাড়ীতে ফিরে গেছে। আর যে ৪ জন রয়েছে তাদের কাছে পৃথক অংকে জরিমানার ৪৬ হাজার টাকা পাওনা রয়েছে তাই তাদের বাড়ি ফিরতে একদিন বিলম্ব হবে বলে তাদের পরিবার জানিয়েছে। জরিমানার অর্থ পরিশোধ হলেই তাদেরকে মুক্তি দেয়া হবে।

পিবিএ/দুলাল সাহা/বিএইচ

আরও পড়ুন...