পিবিএ,জলঢাকা: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত রওশন আলী নীলফামারী মেডিকেল কলেজের আইসোলেশনে থেকে গত ০৮ /০৫/২০২০ তারিখে নিজ ফেসবুক টাইম-লাইনে তার কয়েক শতক পাকা ধান কেটে দেওযার জন্য একটি স্ট্যাটাস দেন এবং সহৃয়বান ব্যক্তিদের অনুরোধ করেন তার পাকা ধান জমিতে নষ্ট হয়ে যাওযার আগে কেটে দেওয়ার জন্য,স্ট্যাটাস দেখে পাশের গ্রামের আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সহায়তায় ধান কেটে দেওয়ার জন্য এগিয়ে আসে এবং ০৯/০৫/২০২০ শনিবার উক্ত জমির ধান কেটে সেই রোগীর বাসায় পৌছে দেয়।
করোনায় আক্রান্ত ছেলেটি পিতৃহারা ও অসহায়, পরিবারে একমাত্র কর্মক্ষম সে নিজে করোনা ভাইরাস শনাক্ত হবার পর থেকেই তার পরিবার পরেছেন বিপাকে।
এরকম অসহায় পরিবারের ধান কেটে বাসায় পৌছে দিতে পেরে নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করেছেন ধান কেটে দেওয়া স্থানীয় শিক্ষার্থীরা।
ধান কেটে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অনেকেই।
চলমান দুর্যোগের মধ্যে করোনা রোগীর পাশে দাঁড়াতে দেখে স্থানীয় শিক্ষার্থীদের দলনেতা আমির হোসেনে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
এবং এ প্রতিবেদনে আমির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, মুলত মানবিক দৃষ্টিকোন থেকেই আমাদের এ কার্যক্রম গ্রহন করা হয়েছে তবে এতে যে আমি শিক্ষার্থীদের এবাবে পাশে পাবো এটা কল্পনার বাইরে ছিলো।
পিবিএ/হারুন অর রশিদ/এএম