পিবিএ, ঢাকা : কাওরান বাজার ফ্লাইওভারের নিচে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে লাইনে উঠে যায়। এতে রেল ইঞ্জিনের ধাক্কায় ট্রাকের একজন নিহত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে সিগন্যাল অমান্য করে একটি ট্রাক রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে তার নামপরিচয় জানা সম্ভব হয়নি।
ঢাকা রেলওয়য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রকিবুল হোসেন জানান, ভোর সাড়ে তিনটার দিকে কাওরান বাজার ফ্লাইওভারের নিচে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে লাইনে উঠে যায়। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিন ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের ভেতরে থানা একজন নিহত হন। খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠোনো হয়েছে।
পিবিএ/জেডআই