কাপাসিয়ায় লক ডাউন মানছেনা কেউ

পিবিএ,কাপাসিয়া: করোনা ভাইরাসের কারণে সারাদেশে চলছে লকডাউন। নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু এ নির্দেশ অমান্য করে চলছে কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকা। সরকারের আইনকে কোন তোয়াক্কা না করেই চলছে হাট বাজার সবই যে আগের মত । আইন শৃংখলার বাহিনী এলাকায় টহল থাকলে ওদের কেউ তোয়াক্কা করছেনা কাপাসিয়ার মানুষ।

সরকারের পক্ষ থেকে প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বাইরে বের হওয়া কথা। সকল দোকান বন্ধ থাকবে। শুধু ঔষধ, খাবার ও কাঁচাজার খোলা থাকার কথা। কিন্তু কাপাসিয়া উপজেলা সদরের কাপাসিয়া বাজার ছাড়া এ নিয়ম যেন অন্য সাপ্তাহিক হাট-বাজার গুলো মানছেনা। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবারে ও ছিল উপজেলার হাটবার গুলো খোলা ছিল। সরেজমিনে ঘুরে দেখা যায়, রানীগঞ্জ,ভাকুয়াদী, চাদপুর, টোক , আমরাইদ, বারিষাব, সিংহশ্রী,কাপাসিয়া, বাজারে মানুষের সমাগম ছিল স্বাভাবিক হাটবারের মতো।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ করে উপজেলার কাঁচাবাজারে ছিল ক্রেতাদের উপচে পড়া ভীড়। বাজারে মানুষের হুমড়ি খাওয়া ভীড় দেখে মনে হচ্ছে খাবার সামগ্রী কিনতে তারা মহা ব্যস্ত। বেশীর ভাগ ক্রেতাদের মুখে ছিল না মাস্ক। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাপ্তাহিক হাট-বাজারেরও একই চিত্র বলে জানাযায়।

পিবিএ/সঞ্জীব কুমার দাস/এসএএন

আরও পড়ুন...