কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালিত

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে কালিহাতী নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

পরে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুকুজ্জামান ও কালিহাতী নির্বাচন অফিসের অফিস সহকারী জাহিদুল ইসলাম।

আরও পড়ুন...