কালীগঞ্জে খাদ্য অপচয় রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী

পিবিএ,ঝিনাইদহ: “অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে সচেতনতামুলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার সোমবার এ র‌্যালীর আয়োজন করে।

সকাল ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক মল্লিকপুর স্মারক বটবৃক্ষ প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়। সাইকেল র‌্যালীতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজে থেকে প্রায় ২০০ জন শিক্ষার্থী এই সাইকেল র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল, অনুপমপুর, কুল্টিখালী ও বলরামপুর বাজারে সমাবেশ করে।

সেখানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস , বিএসবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্নুর রহমান, ইউপি সদস্য আজিজুর রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অডিনেটর সোহেল আহমেদ খান, কমরেড আব্দুস সালাম, কিশোর কুমার কাজল, কমলেশ শর্মা, সোহেল রানা প্রমুখ।

পিবিএ/আরিফ মোল্ল্যা/বিএইচ

আরও পড়ুন...