আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৯ শে নভেম্বর) উপজেলার শিমলা-রোকনপুর ওয়ার্ড জামায়াত ইসলামের আয়োজনে ছোট শিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ওলিউর রহমান ও নবাগত আমীর আব্দুল হক মোল্লা।
প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি ডাঃ মাসুম বিল্লাহ, তালিমূল কোরান ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাওলানা শহিদুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মতিউর রহমানসহ উপজেলার বিভিন্ন স্তরের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস ।
সমাবেশে জামায়াতে ইসলামীর উন্মুক্ত আলোচনায় তারা কালীগঞ্জের উন্নয়ন ও উপজেলাবাসির মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে যার যার স্থান থেকে কাজ করার পরামর্শ প্রদান করেন ।