কালীগঞ্জে নতুন করে ২ জন করোনা পজেটিভ

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রথম করোনা ভাইরাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক সহ এসএসসি ফলপ্রার্থী এক ছাত্রীর করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। ছাত্রীর বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান “স্বাস্থ্যবিধি না মানায় এই ছাত্রীর প্রতিবেশীদের নমূনা রিপোর্ট না পাওয়া পর্যন্ত লকডাউন থাকবে।”

এসময় কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন, ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মুর্শিদ হকসহ স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম উপস্থিত ছিলেন।

উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের ওই স্কুল ছাত্রী গতমাসে ঢাকার একটি হাসপাতালে রোগীকে দেখতে গিয়েছিলো। ফিরে আসার পর তার নমুনা পাঠানো হলে আজ রিপোর্টে পজেটিভ পাওয়া যায়। পরে তার বাবার দোকানে যাওয়া আসা করার কারণে আশপাশের ৩টি বাড়ি ও দোকান লকডাউন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লকডাউন যাওয়া পরিবারগুলোকে খাদ্য করেন এবং যে কোন প্রয়োজনে তাকে ফোন করার কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউল হাসান, প্রথমবারের মতো উপজেলায় দুজন আক্রান্ত হয়েছে। তাদের দু’জনকেই বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে।
পিবিএ/আসাদ হোসেন রিফাত/এএম

আরও পড়ুন...