কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজিবি ব্যাটালিয়ন ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ

মনির হোসেন, কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বড়জ¦লা সীমান্ত এলাকায়, সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির- অধিনায়ক লে: কর্ণেল, এস এম মেহেদী হাসান, আজ দুপুর ১টায় কুমিল্লা সদরের ২টি বিওপি এলাকায় ১৮০ জন পরিবারের মাঝে এাণ বিতরণ করেন, ৬০ বিজিবির অধিনায়ক জানান ব্রাহ্মনবাড়ীয়া ও কুমিল্লা জেলার অধিনে ১০ বিওপি এলাকায় ১ হাজার পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরণ করা হবে। বিদ্যানন্দ ফান্ডেশনের সহযোগিতায় বিজিবির ব্যবস্থাপনায় এই এাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...