কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

 

পিবিএ,কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে হামিদ (৩৩) নামে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ওপারে ভারতের কুমড়িপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। হামিদ উপজেলার জামালপুর গ্রামের ছিপারুদ্দিনের ছেলে।

সে মাদক পাচারকারী বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, জামালপুর গ্রামের হামিদ, ফরহাদ, জনি, সেলিম, আসলামসহ ১০-১২ জন মাদক চোরাকারবারি সোমবার গভীর রাতে ভারত থেকে মাদক পাচার করছিল। ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুমড়িপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ভারতের মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে মাদক পাচারকারীরাও গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক পাচারকারীরা বাংলাদেশে পালিয়ে আসলেও হামিদ বিএসএফের হাতে ধরা পড়ে।

পরে তাকে মঙ্গলবার সকালে ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করা হয় বলে স্থানীয়রা জানায়। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার কাওছার জানান, বিএসএফের হাতে বাংলাদেশি মাদক পাচারকারী আটকের বিষয়ে লোকমুখে এমন খবর শুনেছি। তবে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং হামিদকে ফেরতের বিষয়ে আমাদের কাছে পরিবারের পক্ষ থেকেও জানানো হয়নি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...