কুড়িগ্রামে খাদ্যের দাবিতে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি চৌরাস্তায় খাদ্যের দাবিতে গাছেরগুড়ি ফেলে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। শনিবার সকাল ৯টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৩থেকে ৪শতাধিক নারী-পুরুষ বিক্ষোভে অংশগ্রহন করে। এসময় রাস্তার দু’পাশে সকল ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও এখন পর্যন্ত তারা কোন ত্রাণ সহায়তা পাননি। ফলে পরিবার পরিজন নিয়ে না খেতে পেরে তারা রাস্তায় নেমেছেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...