কুড়িগ্রামে নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত

মমিনুল ইসলাম বাবু,কুড়িগ্রাম: কুড়িগ্রামে বুধবার (১৩ মে) নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান। এনিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা মোট আটত্রিশজন। সুস্থ হয়েছেন পাঁচজন।

আক্রান্ত তিনজনের মধ্যে, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (২৬) এবং অপর দুজন কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৬৫) ও এক যুবতী (২৫)।

এ বিষয়ে সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, কোভিট ১৯ মহামারী ঠেকাতে সকলকে সরকারের নির্দেশ মেনে বাড়িতে অবস্থান করতে হবে। স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে এবং অপরিচিতদের সাথে শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। তাহলে আমরা করোনা থেকে রেহাই পেতে পারি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...