পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। ২৭জানুয়ারী রোববার সকালে থানা চত্বর থেকে একটি র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাট সোনালী ব্যাংক চত্বর এলাকায় দিবসটি উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রাজারহাট থানার পুলিশসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহন করে। সভায় বক্তব্য রাখেন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ গফুর, রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ও ওসি তদন্ত মোঃ মনিবুর রহমান এবং প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু প্রমূখ।
পুলিশ সেবা সপ্তাহে বক্তারা বলেন, মটর সাইকেল চালানো অবস্থায় হেলমেট পরিধান, হেলমেট ছাড়া জ্বালানী সরবরাহ বন্ধ, মাদক পরিহার করা, গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, রাস্তা পারাপারে সর্তক থাকা এবং রাস্তার উল্টো পথে গাড়ী চালানো থেকে বিরত থাকতে হবে। পুলিশ সপ্তাহ আগামী ২ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
পিবিএ/ইএইচকে