পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটক যুবক মিজানুর রহমান উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের পান মাহামুদের ছেলে। পুলিশ ও মেয়ের পরিবারের সদস্যরা জানান, ধর্ষক মিজানুরের ভাতিজির বান্ধবি ধর্ষিতা মেয়েটি। সেই সুত্রে মিজানের বাড়িতে যাতায়াত ছিলো মেয়েটির।
কিছুদিন আগে ওই বাড়িতে বান্ধবির খোঁজে যায় ভুক্তভোগি মেয়েটি। এসময় বাড়িতে মিজান একাই থাকার সুযোগে মিজান মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় পরিচিত একজনের মুঠো ফোনে সেই দৃশ্য ধারন করে। ভিডিও দৃশ্য ইন্টারনেটসহ এলাকায় প্রচার করার কথা বলে মিজান একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে। ভুক্তভোগি মেয়ের এক আত্বীয় থানায় ফোন দিয়ে জানালে পুলিশ মিজানকে আটক করে। পরে থানায় নিয়ে এসে জিঙ্গাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানাযায়।
ধর্ষণের চিত্র ধারনকৃত মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এই বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মেয়ের পরিবার থেকে মিজানুরকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।
পিবিএ/বিএইচ