কুয়াশার তীব্রতায় দিল্লিতে বিমান ও ট্রেন চলাচলে বিঘ্ন

পিবিএ ডেস্ক: ঘন কুয়াশায় ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে।

শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দিল্লি বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া অবতরণ করতে পারেনি কোনও বিমানও।

অতিরিক্ত কুয়াশার কারণে ট্রেনের শিডিউলেও বিপর্যয় দেখা গেছে। শুক্রবার সকালে দিল্লি থেকে অন্তত ১০ টি ট্রেন দেরিতে ছেড়েছে।

দিল্লি ট্রাফিক পুলিশ, সব ধরনের যানবাহন চালক ও যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দিয়েছে। গাড়ির গতি কমিয়ে এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে বলা হয়েছে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...