যেখানে অনিয়মই নিয়ম

কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না প্রধান শিক্ষক, সভাপতি

পিবিএ,পীরগঞ্জ: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নিয়ম নীতির কোন তোয়াক্কা করেন না। বিদ্যালয়ের উন্নয়ন সংস্কার,ও স্লিপের টাকা আত্মসাৎ ও নিয়মিত স্কুল না করেও হাজিরা খাতায় যথা সময়ে আগমন প্রস্থান লিখে স্বাক্ষর করেন। কেউ তার দুর্নীতি অনিয়মের প্রতিবাদ করলে প্রতিবাদকারীকে মামলা দিয়ে হাজতের ভাত খাওয়ানোর হুমকি প্রদান করেন তিনি। গত ১৮/০৯/১৯ বুধবার ওই বিদ্যালয়ে গেলে এসএমসির একাধিক সদস্য, অভিভাবক এবং এলাকাবাসী এ অভিযোগ করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অভযোগকারীগণ বলেন, প্রধান শিক্ষক মোঃ বকুল মিয়া অনিয়মিত স্কুলে আসেন। তাও আবার ১/২ ঘন্টা থাকার পর টি. ও অফিসে কাজের কথা বলে চলে যান।

বিদ্যালয়ের সংস্কার ও উন্নয়ন এবং প্রাক প্রাথমিকের ও স্লিপের বরাদ্দকৃত অর্থ সভাপতির সাথে গাঁটছড়া বেধে নিম্ন মানের কাজ করেন।

স্কুলে জাতীয় পতাকার তোলার কোন ষ্ট্যান্ড নেই, শিক্ষার্থীদের স্যাণিটেশনের কোন ব্যবস্থা নেই। পানীয় জল পানের জন্য বিদ্যালয়ের নলকুপটির হ্যান্ডেল খুলে রেখেছেন। শিক্ষার্থীরা স্কুল সংলগ্ন মানুষের বাড়ীতে পানির পিপাসা নিবারণসহ প্রকৃতিগত কাজ সারেন।

বিদ্যালয়ে সরকারের দেয়া ল্যাপটপ ১দিন স্কুলে এনেছিলেন। সেটি প্রধান শিক্ষক বাড়ীতে নিয়ে গিয়ে নিজস্ব কাজে ব্যবহার করছেন। সরকার প্রজেক্টর দিয়েছে। সেটিও প্রধান শিক্ষক স্কুলে আনেননি আজও।
ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠিত হয়েছে প্রায় ১ বছর হলো। একদিনও এসএমসির সভা করেন নি। সভাপতির সাথে আতাঁত করে এসএমসির সভার সিদ্ধান্ত ছাড়াই মনগড়া কাজ করে থাকেন। এসএমসির অভিভাবক সদস্য আব্দুল হান্নান,দাতা সদস্য আবু বকর,মহিলা দাতা সদসা মল্লিকা বেগমের স্বামী, বড় আলমপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সবুর মিয়া,রেহানা বেগমের স্বামী মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, স্লিপের ৫০ হাজার টাকা ও স্কুল সংস্কারের ২ লাখ টাকা বরাদ্দ এসেছে। প্রধান শিক্ষক এসএমসির সভা না করে সভাপতির সাথে আতাঁত করে সংস্কার কাজ শুরু করেন। ঘরের চালে পুরাতন ঢেউটিন লাগানো কালে স্থানীয় জনগণ বাধা প্রদান করে। প্রধান শিক্ষক তাদেরকে মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন। স্লিপের টাকার কোন কাজ করা হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রেখেছেন অযত্ন অবহেলায়।

দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগের এসএমসির সভা না করে সভাপতির ভাগ্নেকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চুড়ান্ত করেন ( নিয়োগটি বাতিল হয়েছে)। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ’র দেয়া চেয়ার ও ফ্যানের মধ্যে ৪টি চেয়ার ও ১টি ফ্যান প্রধান শিক্ষক নিয়ে গেছেন।

প্রাক প্রথমিক শ্র‌েনীর ক্লাশ বন্ধ রয়েছে জানুয়ারী/১৯ ইং মাস থেকে । গেল অর্থ বছরের স্লিপের টাকার কোন কাজ করা হয়নি। এ অভিযোগ এসএমসির সদস্যদের।

গতকাল ১৮ সেপ্টম্বর সরেজমিন ওই স্কুলে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক রেজাউল করিম ও খাদিজা খাতুন উপস্থিত আছেন। তারা বলেন, ৪ জন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষিকা রত্না খাতুন ট্রেনিং এ আছেন। প্রধান শিক্ষক আসেননি। তিনি আজ ছুটিতে আছেন। ছুটির আবেদন স্কুলে নাই, হয়তো সভাপতির কাছে জমা দিয়েছে।

আমাদেরকে প্রতিদিন ৮টা থেকে১০ টা করে ক্লাশ নিতে হয়। স্লিপের এবং সংস্কারের বরাদ্দের বিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেন,আমরা কিছু জানিনা এবং আমাদেরকে জানানোও হয় না। স্কুলে স্যানিটেশন ব্যবস্থার সংকট আছে তাই হয়তো ছাত্রছাত্রীরা পাশের বাড়ীতে যায় । প্রজেক্টর ও ল্যাপটপের বিষয়ে বলেন, ল্যাপটপটি হেড স্যার ১ দিন এনেছিল। এখন কোথায় আছে তাদের জানা নেই।গত ২৯ আগষ্ট সরকারের দেয়া প্রজেক্টর পেয়েছে কিন্তু এখনও সেটি আমরা দেখিনি। হেড স্যারের বাড়ীতে আছে বলে শুনেছি । স্কুলে সন্তোষজনক ছাত্রছাত্রী আছে এবং তাদের উপস্থিতিও ভাল।

১ম শ্রণীতে ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮ জন,২য় শ্রণীতে-৩২ জনের মধ্যে ২৩ জন, ৩য় শ্রেণীতে-৩২ জনের মধ্যে ২৪ জন, ৪র্থ শ্রেণিতে-৩৪ জনের মধ্যে ২১ জন এবং ৫ম শ্রেণিতে-৩২ জনের মধ্যে ২৯ জন ছাত্র-ছাত্রী উপস্থিত আছে । প্রাক প্রাথমিক শ্রেণির ক্লাশ শিক্ষক না থাকায় বন্ধ আছে ।

ওই স্কুলে এ্যাসেম্বলি মাঝে মধ্যে বা বিশেষ দিনে হয় কিন্তু জাতীয় সংগীত গাওয়া হয় না। তারা বলেছে জাতীয় সংগীত গাওয়া হয় না। হেড স্যার স্কুলে বেশী সময় থাকে না।

এসব ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ বকুল মিয়ার সাথে কথা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এসএমসির মিটিং সময় হলেই করা হবে। সভাপতি আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, ঘোড়া মার্কা আওয়ামীলীগ এসব অভিযোগ করছে। আপনী হেড মাস্টারের সাথে কথা বলেন।

উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন বলেন,আমি রংপুরে ওয়ার্কসপে আছি। বিষয়টি শুনেছি। হেডমাস্টার তাকে বলেছেন সংস্কার করার সময় প্রধানমন্ত্রীর ছবিতে একটু ময়লা পড়েছে। গত জানুয়ারী থেকে প্রাক প্রাথমিক শ্রেণির ক্লাশ বন্ধ আছে ওই বিদ্যালয়ে ! এমন কথা শুনে উত্তরে জানান বলেন কি? বলেই বিষয়টি দেখবেন বলে জানান তিনি ।

পিবিএ/মোঃ রেজাউল করিম/এমএসএম

আরও পড়ুন...