পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় চলন্ত কাভার্ডভ্যানের উপর গাছের ঢাল পড়ে চালক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম এনামুল হক (৪৮)। তার বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামে বলে জানা গেছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানের উপর গাছের ঢাল পড়ে চালক এনামুল হক নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে বলে তিনি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা থেকে একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার পথে গুইমারা বিজিবি সেক্টর এলাকায় পৌছলে রাস্তার পাশের একটি রেন্ডিগাছ চলন্ত কাভার্ডভ্যানের উপর পড়ছে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
ঘটনার পর পর চালক এনামুলকে বিজিবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ বিজিবি হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যানবাহন চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে ওসি জানান।
পিবিএ/এএম/হক