খুলনায় ৫০৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

পিবিএ, খুলনা: খুলনার রূপসায় ৫০৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ আব্দুল হামিদ সরদার (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকেল সাড়ে ৪টায় রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা মোড়ে চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের ময়জদ্দিন সরদারের ছেলে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপসার জাবুসা চৌরাস্তা মোড়ে চেকপোষ্টে বসিয়ে সাদা একটি রঙের পিকআপ থামানো হয়। সেটিতে তল্লাসী এ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ী চালক মোঃ মিন্টু ওরফে বড় মিন্টু সুকৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় এসআই অর্জুন কুমার দাশ বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

পিবিএ/শেখ হারুন অর রশিদ/বিএইচ

আরও পড়ুন...