পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধা জেলার স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা ২০১৯ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এই বর্ণাঢ্য র্যালীটি শুভ উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন এবং র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধার সদর হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার রাওহাত গাওহারী, গাইবান্ধার পৌরসভার মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন এবিএম আবু হানিফ সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পিবিএ/এসআই/হক