গাজীপুরে সড়ক দুঘর্টনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

gazipur

পিবিএ, গাজীপুর : গাজীপুরের ইটাহাটা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

গাজীপুর পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে কালিয়াকৈর থেকে পলাশ পরিবহন একটি যাত্রীবাহী বাস গাজীপুরের দিকে আসছিল। একই সময়ে গাজীপুর থেকে একটি মোটরসাইকেল কোনাবাড়ির দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পৌঁছলে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত এবং অপর একজন আহত হন। স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে। নিহতদের একজন শাহজাহান আলী কলেজের শিক্ষার্থী রাজাবাবু। অপর দু’জনের পরিচয় জানা যায়নি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...