গৌরীপুরে ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট’র ওরিয়েন্টেশন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ এর উদ্যোগে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট কতৃক উপজেলা পর্যায়ে” আলোচনা ও ওরিয়েন্টশন কোর্স, আজ ইসলামিক ফাউন্ডেশন গৌরীপুরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক মোঃ আজমল হক তার বক্তব্যে বলেন”মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সকলকে সরকারের সাফল্য তুলে ধরার জন্য অনুরোধ করেন। ইমামদের সমাজের প্রধান উল্লেখ্য করে উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর হাসান মারুফ ইমামদের সন্ত্রাস,জঙ্গীবাদসহ অন্যান্য সামাজিক সমস্যা যথাঃ মাদক,বাল্য বিবাহ,টিকা গ্রহণ ইত্যাদি বিয়য়ে জুম্মার দিনে সকল মুসল্লিদের সামনে তুলে ধরার আহবান জানান।

অতিথিগণ সকল ইমাম মোয়াজ্জিনদের কল্যাণ ট্রাষ্টের সদস্য হওয়ার আহবান জানান। উল্লেখ্য যে, প্রতি বছর সদস্যদের মধ্য হতে নির্বাচিত সদস্যদের কর্জে হাসানা বাবদ ৪০০০/- টাকা দেয়া এবং কর্মসংস্থান এর জন্য ১৫০০০/- সুদ মুক্ত ঋণ দেয়ার বিধান রয়েছে।

আরও পড়ুন...