চট্টগ্রামের হাটহাজারীতে ৬ষ্ট দিনের মত ভেজাল বিরোধী অভিযান অব্যহত রয়েছে । এসব অভিযানে একের পর এক বের হয়ে আসছে ভেজাল ঘি তৈরির কারখানা। গতকাল রবিবার বিকালে উপজেলার ছিপাতলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের, বোয়াইল্লার মুখ এলকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন গোয়ালা পল্লাস পিওর ঘির কারখানা অভিযান চালিয়ে বিপুল ভেজাল ঘি জব্ধ করেছে। রবিবার ১৭ ফেব্রুয়ারী। ছবি: পিবিএ/খোরশেদ আলম শিমুল