চট্টগ্রামের হাটহাজারী কাচারী সড়কের দুই পাশে বন্ধ

পিবিএ,হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরসহ উপজেলা ইছাপুর বাজারে কিছু ব্যবসায়ী সরকারী নির্দেশনা অমান্য করে মার্কেট এর বাইরে তালা ঝুলিয়ে ভিতরে রমরমা ব্যবসা শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে এ সব ব্যবসায়ীদের বার বার নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেন। কিন্ত এ সব ব্যবসায়ী তা পাত্তা ও দেয়নি। সোমবার(১৮ মে) উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ বেশ কয়েকটি মার্কেট অভিযান পরিচালনা করে দেখতে পান বাইরে তালা ভিতরে মানুষের উপছে পড়া ভীড়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন শৃংখলা বাহিনী সদস্যাদের নিয়ে দ্রুত দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন এ সময় দোকানদার ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালাতে শুরু করেন। কাচারী সড়কের দুই পাশে বন্ধ করে দেওয়ার ফলে যানজটমুক্ত হয় এ সড়ক।

ইউএনও মোহাম্মদ রুহুল আমিন বলেন,তাদেরকে সরকারী নির্দেশনা মেনে দোকান পরিচালনা করার জন্য বার বার বলা হলেও তারা একটা মেনে চলছে না। সামাজিক দুরত্ব বজায় রাখার বালাই নেই,বিভিন্ন বয়সের মহিলা, শিশু ও বৃদ্ধ বাজারে মিলেমিশে একাকার। কয়েক দিনের অবস্থা দেখে আইন-শৃংখলা বাহিনী ও বাজার কমিটি সামাল দিতে বেসামাল হয়ে পড়েছেন।
পিবিএ/মোহাম্মদ হোসেন/এএম

আরও পড়ুন...