রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে পুলিশে চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে রফিকুল ইসলাম সোহান (৫৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
ওই প্রতারক রংপুর জেলার কোতয়ালি উপজেলার গুপ্তপাড়া এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৪মার্চ) সকালে সদর উপজেলার নারিকেলি এলাকা থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বাংলাদেশ পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে নারিকেলি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রফিকুল ইসলাম সোহান নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা ৫০হাজার টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ওই প্রতারক পুলিশে চাকরি দেয়ার প্রলোভন ইসলামপুর উপজেলার কড়াইতলা এলাকার নাদের মন্ডলের ছেলে মো. গফুর মিয়ার (২০) কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।