চিনির খরচ বাঁচাতে আইসক্রিমে ঘনচিনি ও রং ব্যবহার

খোরশেদ আলম শিমুল,পিবিএ,হাটহাজারী(চট্টগ্রাম): হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন ভেজাল ঘি ও ঔষদের দোখানের পর এবার অভিযান পরিচালনা করেছে দুটি আইসক্রিম ফ্যাক্টরিতে ।

মঙ্গলবার (১৯শে ফেব্রুয়ারী) দুপুর দেড়টার সময় পৌরসদরস্থ কাঁচা বাজার এলাকায় ফয়জিয়া নামক দুইটি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২০ হাজার ক্ষতিকারক আইসক্রিম ধংস করেছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন,তিনি বলেন, আইসক্রিমগুলো বিভিন্ন স্থানে শিশুদের কাছে বিক্রি করা হয়। রং, স্যাকারিন, অ্যারারুট, ঘনচিনি দিয়ে তৈরি এসব আইসক্রিম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। চিনির খরচ বাঁচাতে ঘনচিনি ব্যবহার করেন অসাধু ব্যবসায়ীরা।

তিনি জানান,ফয়জিয়া-১ ও ফয়জিয়া-২ নামে দুইটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ঘনচিনি, স্যাকারিন, ক্ষতিকর রঙ, অ্যারারোট এবং বার্লি দিয়ে আইসক্রিম তৈরী করার জন্য ২০ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়েছে। এ অপরাধের জন্য মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

পিবিএ/কেএএস/জেডআই

আরও পড়ুন...