চিলমারীতে আশার খাদ্য সহায়তা

পিবিএ,কুড়িগ্রাম: আশা কুড়িগ্রাম জেলার কার্যালয়ের উদ্যোগে চিলমারীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় আশার খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে আশা কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে চিলমারী ব্রাঞ্চের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ এর নিকট ২০০টি প্যাকেট (প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল) মোট ৮০ মন খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আশা উলিপুর অঞ্চলের আরএম মোঃ আকবর আলী, সদর অঞ্চলের আরএম সুরেশ চন্দ্র সরকার, টেক্সটাইল অঞ্চলের আরএম পূর্ন চন্দ্র রায়, উলিপুর -০২ ব্রাঞ্চের সিঃ বিএম মোঃ তাজুল ইসলাম, চিলমারী ব্রাঞ্চের বিএম মোঃ শফিকুল ইসলাম, চিলমারী ব্রাঞ্চের সিঃ বিএম মোঃ শাহাজান বকসী প্রমূখ। 
পিবিএ/মমিনুল ইসলাম বাবু/এএম

আরও পড়ুন...