পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ইট বোঝাই ট্রলির চাপায় শাহানাজ খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাণীগঞ্জ সাহাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শাহানাজ খাতুন সর্দারপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মোনায়েম সর্দার এ বিষয়ে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শাহানাজ খাতুন তার মায়ের সাথে সাহাপাড়া এলাকায় তাদের জমি দেখতে আসে। এ সময় ইট বোঝায় একটি ট্রলি রাস্তার ধারে দাড়িয়ে থাকা মা ও মেয়ের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে শাহানাজ খাতুনের মৃত্যু হয়। আহত অবস্থায় মাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ সময় ঘাতক ট্রলির চালক পালিয়ে যায়।
পিবিএ/এমআইবি/এইচএইচ