চুয়াডাঙ্গায় পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার ৩

 


সনজিত কর্মকার,পিবিএ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের উপর হামলার ও গাড়ী ভাঙচুর করায় পুলিশ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ ১২ জন অজ্ঞাত অরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

রোববার (১মার্চ) আলমডাঙ্গা থানার এস আই হেলেনা পারভিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃরা হলেন- খাদিমপুর গোয়ালবাড়ী গ্রামের আনারুল, একই গ্রামের হাইস আলী ও নওয়াব আলী।

পুলিশ জানায়, আলমডাঙ্গার লক্ষীপুর গ্রামের বোরহান উদ্দীনের ছেলে আনারুলের (৩২) বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা আছে । এই মামলায় থানার এসআই হেলেনা পারভিন সঙ্গীয় ফোর্স শনিবার রাতে আসামী আটক করতে গ্রামে অভিযান চালায়। এ সময় থানা পুলিশ দেখে আসামীর পরিবার ও প্রতিবেশীরা এস আই হেলেনা পারভিন সহ সঙ্গীয় ফোর্সের উপর হামলা করে এবং পুলিশের বহনকৃত গাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আসামীর পরিবারের সদস্যরা আসামী আনারুলকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই রাতেই আলমডাঙ্গা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থলে পৌছে এসআই হেলেনা ও পুলিশের সঙ্গীয় ফোর্সদের উদ্ধার করে। পরে ছিনিয়ে নেয়া আসামীকেও গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী শামিমুর রহমান জানায়, পুলিশের উপর হামলার ঘটনায় এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিন জন আসামীকেও গ্রেফতার করেছে পুলিশ। বাকী আসামীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সনজিত /জেডআই

আরও পড়ুন...