চুয়াডাঙ্গায় ভুট্টা তুলে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করল পুলিশ

সনজিত কর্মকার,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের করোনায় আক্রান্ত যুবকদের রোপিত ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াাজাতকরণের ব্যবস্থা করে দিয়েছেন পুলিশ ও স্বেচ্ছাসেবক দল। বুধবার ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াজাতকরণ শুরু করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, যুবকের পরিবারের সদস্যরা জানান তাদের একখন্ড জমিতে ভুট্টা আছে, কিন্তু তারা ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াাজাতকরণের ব্যবস্থা করতে পারছে না। এই খবর শোনার পর তদন্ত করে জানতে পারি তারা সত্যিই অসহায়। এই কারনে জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবক মিলে ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াাজাতকরণের ব্যবস্থা করে দেয়।

উল্লেখ্য চুুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মাঠপাড়াা গ্রামের হতদরিদ্র পরিবারের এক সন্তান সম্প্রতি আইইডিসিআর থেকে তার শরীরের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস (কোভিড১৯) শনাক্ত হয়। তাদেরই ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করে জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবকরা।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...