পিবিএ, জাককানইবি: ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাটি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টা ৩০ মিনিটে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি মধ্যে দিয়ে ত্রিশাল মুক্ত দিবস উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বেরত ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ত্রিশাল মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ত্রিশাল মুক্ত দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. শেখ সুজন আলী, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ এ কে এম আনিছুর রহমান, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, অগ্নি-বীণা হলের প্রভোস্ট জনাব মাসুদ চৌধুরী, দোলন-চাঁপা হলের প্রভোস্ট জনাব নুসরাত শারমিন তানিয়া, বিভিন্ন্ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যের দায়িত্বেরত ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন-এর নেতৃত্বে একটি বিজয় র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ‘চির উন্নত মম শির’ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এই আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ত্রিশাল মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ত্রিশাল মুক্ত দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. শেখ সুজন আলী, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ এ কে এম আনিছুর রহমান, অগ্নি-বীণা হলের প্রভোস্ট জনাব মাসুদ চৌধুরী, দোলন-চাঁপা হলের প্রভোস্ট জনাব নুসরাত শারমিন তানিয়া ও অগ্নি-বীণা হল শাখা ছাত্র লীগের সভাপতি প্রয়াস কুমার মিশ্র।
পিবিএ/আশিক আরেফীন/বিএইচ