জামালপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ দলীয় ও অঙ্গ সংগঠন।

সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বকুলতলায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে শোক পতাকাসহ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি, জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।

এছাড়া জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, পিবিআই, জেলা প্রেসক্লাবসহ নানা সরকারি বেসরকারি ও সামাজিক সংস্থা।

জাতীয় শোক দিবস উপলক্ষে সারা জেলায় দিনব্যাপী দরিদ্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। সদর উপজেলার বিভিন্ন খাবার বিতরণ স্পট পরিদর্শন করেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন...