পিবিএ,জামালপুর: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুর মানববন্ধন করেছে জেলা যুবদল। শুক্রবার সকাল ১১টায় শহরের স্টেশন বাজার রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব, শহীদুল হক খান দুলাল, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, তরিকুল হায়দার তুষার, শফিকুল ইসলাম সফিক, এনামুল হক স্বপন, আমানুল্লাহ আমান, সরোয়ার হোসেন মনজু, জিয়াউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলার মেলান্দহ, ইসলামপুর, সরিষাবাড়ী দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার যুবদলের নেতা-কর্মীরা অংশ নেয়। প্রধান অতিথি ওয়ারেছ আলী মামুন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে বাংলাদেশের মানুষের মুক্তি হবেনা। জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করে দেশমাতা কারা নির্যাতিতা নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আগামী দিনের আন্দোলনে রাজপথে সকলকে এক সাথে থেকে সরকার পতনের আন্দোলন জোরদার করার আহবান জানান।
পিবিএ/মুকুল রানা/বিএইচ