পিবিএ,বেনাপোল: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল বাশার পিবিএকে বলেন,বৃহস্পতিবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের ২২১ সদস্যের স্কাউটস প্রতিনিধি দলটি বাংলাদেশে আসেন। দলটিকে চেকপোষ্টের শুন্যরেখায় ফুলের শুভেচ্ছা জানান যশোরের শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল।
ভারতীয় স্কাউটস দলের নের্তৃত্বে আছেন অরুপ সরকার ।
বাংলাদেশ স্কাউটসের খুলনা বিভাগীয় আঞ্চলিক শাখার পরিচালক সাইফুল ইসলাম পিবিএকে বলেন, ঢাকা মৌচাকের স্কাউটস সদর দপ্তরে ৮ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় দশম বাংলাদেশ এবং ৩য় সাসোন স্কাউটস জাম্বুরী প্রশিক্ষণে অংশ নিতে ২২১ স্কাউটসের প্রতিনিধি দলটি এসেছেন। নেপাল, মালদ্বীপ, ভুটান,সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ মোট নয়টি দেশের স্কাউটস জাম্বুরী প্রশিক্ষণে অংশ নেবেন।
সাইফুল বলেন, প্রতিনিধি দলটি যশোর স্কাউটস সেন্টারে দুপুরের খাবার শেষে সোহাগ পরিবহনের ৬ টি বাসে তারা ঢাকা মৌচাকের স্কাউটস সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা দিবেন। তারা ১৬ মার্চ বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেন সাইফুল ।
পিবিএ/এসইউ/হক