জয়পুরহাটে টিভি সাংবাদিকদের মাঝে মাস্ক ও পিপিই বিতরণ

পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটের টিভি সাংবাদিকদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাস্ক ও পিপি প্রদান করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। চীনের প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়–য়া বাংলাদেশী ছাত্র মিজানুর রহমান সরকারের পাঠানো কে এন-৯৫ মাস্ক, ভাদসা ইউনিয়নের মাঝিপাড়া সমাজ কল্যান সংস্থা’র দেওয়া পিপিই’র আদলে সব মৌসুমে পড়ার জন্য রেইনকোট এবং জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগার পরিষদ কর্তৃক উদ্ভাবিত হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।

দেশ পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি মামুন জানায়, আজ সকালে শহরের বাটার মোড়ে জয়পুরহাট টেলিভিশন রিপোটার্স ইউনিটির (জেটিআরইউ) সভাপতি যমুনাটিভির নিজস্ব প্রতিবেদক আবদুল আলীম মন্ডল জেটিআরইউ’র সদস্যদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক আরটিভি প্রতিনিধি রাশেদুজ্জামান, কোষাধ্যক্ষ ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মোমেন মুনি, বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, মাছরাঙ্গা টিভির আল মামুন, মাইটিভি প্রতিনিধি বিপুল কুমার, বাংলা টিভির রেজাউল করিম রেজা, মোহনা টিভির কাদের সুজন প্রমুখ।

ওই সময় মিডিয়ার সাংবাদিকরা বলেন, সরাসরি মাঠে কাজ করতে গিয়ে তারা যে সুরক্ষা সমস্যায় পড়তেন এখন থেকে তাদের এ সমস্যা থাকবেনা এবং তারা করোনা পরিস্থিতিতে আরো উদ্যমী হয়ে সাবধানে সংবাদ সংগ্রহ করতে পারবেন। সাংবাদিকরা এসব প্রতিষ্ঠানের প্রধান বিজ্ঞানী ড.নাজিম জামান, প্রকৌশলী এমদাদুল হক এবং মিজানুর রহমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিবিএ/ওবায়দুল ইসলাম রবি/এএম

আরও পড়ুন...