ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী: জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্স এক নারী কম্পাউন্ডারসহ জেলায় আবারও নতুন করে ৪জন করোনা রোগী শনাক্ত হয়েেেছ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩৮। আক্রান্তদের সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান, গতকাল বুধবার রাতে ঢাকার আইইডিসিআর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে পাঠানো রিপোর্টে জয়পুরহাটের ১শ ৮১ জনের নমুনা পরীক্ষায় ১শ ৭৭ জনের নমুনা নেগেটিভ হলেও ০৪ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে ।
করোনা আক্রান্তরা কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসকের নারী কম্পাউন্ডার ও স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত নৈশ প্রহরীর মা, আক্কেলপুর উপজেলার ১৯ বছর বয়সী তরুনী গামেন্টস ফেরত মাতাপুর গ্রামের বাসিন্দা, অপর আক্রান্ত ব্যক্তি সদর উপজেলার পূর্ব দোগাছী বাসিন্দার জামাই, জামাই শ^শুড় বাড়িতে হোম কোয়েরেন্টাইনে ছিলেন এবং ওই অবস্থায় তার নমুনাও সংগ্রহ করা হয় কিন্ত তার মধ্যে কোন উপসর্গ না থাকায় ও হোম কোয়েরেন্টাইন এর মেয়াদ শেষ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে তার রিপোর্টে পজিটিভ আসে।
কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মোঃ তানভির হোসেন বলেন, নৈশ প্রহরীর মা ছেলের মাধ্যমে আক্রান্ত হয়েছেন ও নারী কম্পাউন্ডার কার সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন তা খোঁজা হচ্ছে, এই দুইজন কাদের কাদের সংস্পর্শে এসেছে তা চিহিত করে পরবর্তীতে তাদের সকলকেই হোম কোয়েরেন্টাইন নিশ্চিত করা হবে।
পিবিএ/বিএইচ