মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে র্যাব- ৫ এর পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ ৬ মাদককারবারীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ জুন) সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কেশবপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র রনি হোসেন(৩২), চকশ্যাম আবু বকর ছিদ্দিকের পুত্র জুয়েল রানা (৩২), নঈম উদ্দিনের পুত্র আল আমিন (২৭), রেজাউলের পুত্৷ একরামুল (২৫), আমির উদ্দিনের পুত্র সালাম (২৫) ও মৃত বাদশার পুত্র গোলজার হোসেন (৪৫)।
এর আগে ২৭ জুন রাতে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ও কেশবপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদ উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করেন।