ঝিনাইদহের শৈলকুপায় আটক বিরল প্রজাতীর বিলুপ্ত প্রায় মদন টাক পাখিটিকে অবশেষে উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার একটি ইউনিট। উদ্ধারকারীরা জানিয়েছেন, পাখিটিকে প্রাথমিক চিকিৎসার জন্য বন্যপ্রাণী উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্র খুলনায় রাখা হবে। এর পর সুস্থ হলে মুল আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন...

preload imagepreload image